ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ৩ ডিসেম্বর ২০১৯

কুমিল্লায় টিসিবির পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে উপচে পড়া ভিড়

কুমিল্লায় টিসিবির পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে উপচে পড়া ভিড়

Ekushey Television Ltd.

কুমিল্লায় ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় টিসিবির পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। 

নগরীর রাজগঞ্জ দুধ বাজার, ইপিজেড মোড় ও নয়াগাঁও এলাকাসহ মোট ৩টি স্থানে বিক্রি হবে টিসিবির পেঁয়াজ। এদিন ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে।  

তবে ডিলাররা জানান, আজ প্রতিটি স্থানে ২ হাজার কেজি ও আগামিকাল ১ হাজার কেজি পর্যন্ত পেঁয়াজ বিক্রির ব্যবস্থা রয়েছে। তবে পরবর্তীতে পেঁয়াজ আমদানি হলে তা অব্যাহত থাকবে। 

এছাড়া, পেঁয়াজ মাথাপিছু ১ কেজি করে বিক্রি করা হচ্ছে বলে জানান তারা।

এআই/এনএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি