ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ৪ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১২:৩২, ৪ ডিসেম্বর ২০১৯

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শুভ চাকমা ওরফে গ্রীক (৪০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের এগুচ্ছেছুড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরের দিকে নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এগুচ্ছেছুড় এলাকায় ইউপিডিএফের জেলা ইউনিটের সহকারী পরিচালক শুভ চাকমা ওরফে গ্রীক একটি বাড়িতে অবস্থান করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত বাড়ি ঘেরাও করে ব্রাশ ফায়ার করে। এতে শুভ চাকমা গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, সাবেক্ষ্যং এলাকায় ঘটনা ঘটেছে শুনেছি। তবে নিহত হয়েছে কি না এখনও নিশ্চিত করে বলতে পারছি না। পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে লাশ পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি