ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বংশী নদীতে তরুণীর ভাসমান লাশ উদ্ধার

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৫:২৪, ৪ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:২৫, ৪ ডিসেম্বর ২০১৯

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

Ekushey Television Ltd.

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকার বংশী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৬) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বুধবার সকালে শিমুলিয়া এলাকার রাঙ্গামাটি ব্রিজের নিচ থেকে ওই তরুণীর ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দিলে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূইয়া জানান, সকালে রাঙ্গামাটি ব্রিজের নিচে বংশী নদীতে ওই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশে খবর দেয় তারা। পরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় নিহতের পড়নে থাকা কালো রঙের একটি বোরখা ও গলায় পেঁচানো ওড়না উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে ৩-৪ দিন পূর্বে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর লাশ বংশী নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ভাসমান লাশটি অর্ধগলিত হয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি