ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

কালীগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৬, ৪ ডিসেম্বর ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হওয়া আলামিন নামে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার দুপুরের দিকে আড়পাড়া গ্রামে একটি বাড়ির পিছনের কচু বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আলামিন আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, আলামিন গত ৩০ নভেম্বর গ্রামের একটি ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পর নিখোঁজ ছিল। বুধবার দুপুরে তার মৃতদেহ গ্রামের একটি বাড়ির পিছনে পড়ে থাকতে দেখে গ্রামবাসি পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

কেআই/আরকে 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি