ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ৫ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৮:৫৯, ৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা দুই দল সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়কালে তারা নিহত হয়েছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত ও বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে খোরশেদ।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, রাতে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পেয়ে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তাদের ধারণা দুই দল সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় তারা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি