ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাতিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী গুল আজাদ আটক

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৬, ৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের বুড়িরদোনা ঘাট এলাকা থেকে ইয়াবা, অস্ত্র ও গুলিসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গুল আজাদকে (৩৫) আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে তাকে আটক করা হয়। 

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরদোনা ঘাটে আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

একইসঙ্গে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি শটগান, এক রাউন্ড গুলি ও ৭২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষীদিয়া গ্রামের মো. ইয়াছিনের ছেলে। 
 
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে শীর্ষ এ মাদক ব্যবসায়ীকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে কোস্টগার্ড। 

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি