ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোরেলগঞ্জে ৯৫০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৪, ৫ ডিসেম্বর ২০১৯

কার্গো থেকে উদ্ধার করা ৯৫০ বোতল ফেনসিডিল

কার্গো থেকে উদ্ধার করা ৯৫০ বোতল ফেনসিডিল

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে ৯৫০ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পানগুছি নদীর বাড়ইখালি ঘাট এলাকায় রাখা এমভি প্রিন্স অব বঙ্গতরী নামের একটি কার্গোতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৬। 

আটককৃতরা হলেন- সিরাজ, মুসলিম ও ফারুক। তবে তাৎক্ষণিকভাবে এদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ শাহিনুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। আমরা কার্গোটিকেও জব্দ করেছি। কার্গোটি ফ্লাই এ্যাশ নিয়ে পানগুছি নদী দিয়ে মোংলা থেকে ঢাকায় যাচ্ছিল। 
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের এবং উদ্ধারকৃত মালামাল মোরেলগঞ্জ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি