ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৯, ৫ ডিসেম্বর ২০১৯

এননটেক্স গ্রুপের লামিসা স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ড

এননটেক্স গ্রুপের লামিসা স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীর বাদাম এলাকায় এননটেক্স গ্রুপের লামিসা স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১১টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে লাগা আগুনে ওই কারখানার তুলা সুতা ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, আজ বিকাল ৪টার দিকে বাদাম এলাকায় ওই কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন কারখানার গুদামে বিস্তৃত হয়। প্রথমে আগুন কিছুটা থাকলেও পরে তা ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে উত্তরা টঙ্গী গাজীপুর ইপিজেডের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানায় সুতা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। 

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ মামুন রশিদ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি