ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ৫ ডিসেম্বর ২০১৯

পিকআপের ধাক্কায় নিহত স্কুলছাত্রী তনুশ্রী

পিকআপের ধাক্কায় নিহত স্কুলছাত্রী তনুশ্রী

ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় তনুশ্রী রায় (১৪) নামের এক বাইসাইকেল আরোহী স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সালন্দর চৌধুরী হাট সিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, কচুবাড়ি বোর্ড অফিস এলাকার হরিদাশ চন্দ্র রায়ের মেয়ে ও ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী তনুশ্রী দুপুরে স্কুল থেকে বাইসাইকেলে বাসায় ফিরছিল। এসময় রাস্তা পার হতে গিয়ে ঘটনাস্থলে দ্রুত গতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং সেখানে নিয়ে যাবার পথে সে মারা যায়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আশিকুর রহমান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি