ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ৬ ডিসেম্বর ২০১৯

সিরাজগঞ্জের সয়দাবাদে অভিযান চালিয়ে দুই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে সয়দাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার পাইকপাড়ার আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক (৩৭) ও টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার মৃত পাষান আকন্দের ছেলে নজুল ইসলাম (৩৮)।  

র‌্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার জানান, একাধিক অস্ত্র ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কুখ্যাত দুই ডাকাত সয়দাবাদে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

পরে তাদের টাঙ্গাইলের ভূঞাপুর এবং সিরাজগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি। 

এআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি