ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে রিপোর্টার্স সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২২, ৬ ডিসেম্বর ২০১৯

হতদরিদ্র অসহায় ও সমিতির সদস্যদের মাঝে চারশত শীতবস্ত্র বিতরণ করেছে বেনাপোলে রিপোর্টার্স মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড। দুই শতাধিক দু:স্থ অসহায় সদস্যের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

বেনাপোল চেকপোষ্টে মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির নিজস্ব কার্যালয়ে শুক্রবার সকালে সমিতির বার্ষিক সাধারন সভা ও শীতবস্ত্র বিতরন অনুষ্টিত হয়।

সমিতির সভাপতি রাকিব আহম্মেদ এর সভাপতিত্বে ও সমিতির পরিচালক আব্দুর রহিম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উপজেলা সমবায় অফিসার এবি এস এম আককাস আলী, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, উপজেলা সমবায় সমিতির অফিসার মফিদুল ইসলাম, সমিতির পরিচালক আইয়ুব হোসেন, সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন ঝন্টুসহ বিশিষ্টজনেরা। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি