ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে জামাই-শাশুড়ীসহ ৩ জনের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৯:৫৯, ৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে জামাই-শাশুড়ী ও বোনের ছেলের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। 

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে বসতঘর ও পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল। 

তিনি জানান, সলিয়াবাকপুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধা মরিয়ম বেগমের বাড়িতে তার বোনের ছেলে ইউসুফ মাঝে মধ্যে বসবাস করতো। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে সে ওই বাড়িতে আসে। একইভাবে মরিয়মের জামাতা আলম হাওলাদার দু’দিন আগে শ্বশুরবাড়ীতে বেড়াতে আসেন।
 
শনিবার সকালে ওই ভবনের ভিতরে জামাই আলম হাওলাদারের রক্তাক্ত লাশ লেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায়। 

একইভাবে আলমের শাশুড়ী মরিয়ম বেগমের ক্ষত-বিক্ষত লাশ ভবনের বেলকনিতে এবং মরিয়মের বোনের ছেলের লাশ হাত-পা বাধা অবস্থায় পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়। জামাতা আলম হাওলাদারের বাড়ী স্বরুপকাঠী বলে জানা গেছে। 

পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা নিশ্চত করে জানাতে পারেনি আইন শৃঙ্খলাবহিনী। 

খবর পেয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি