ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে কাঠ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা 

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০০, ৭ ডিসেম্বর ২০১৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফিরোজ মোল্যা (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফিরোজ মোল্যা কাশিয়ানী উপজেলার চর পিঙ্গলীয়া গ্রামের মৃত আলেব মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান শনিবার (৭ ডিসেম্বর) জানান, শুক্রবার রাতের যেকোনো সময় এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে ফিরোজ মোল্যাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

শনিবার সকালে ওই মাঠে ফিরোজ মোল্যার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি জানান, নিহতের মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। 

এআই/আরকে
    


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি