ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টায় আটক ১২

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২০, ৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ১২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, কুসুমপুর বিওপির অধীনে সোনাগাড়ি এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশুকে আটক করা হয়। 

তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিল। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশের নাগরিক বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় প্রায় ৩’শ জনকে আটক করলো বিজিবি।

এআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি