ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩০, ৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৩২, ৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দীর্ঘ ২৫ বছর পর মৌলভীবাজারের রাজনগর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর দুপুরে রাজনগর সরকারি কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

এসময় বক্তারা বলেন, সততা ও আদর্শিক মানুষ ছাড়া ব্যানার ফেস্টুন, স্লোগান ও শক্তি প্রদর্শণ করে নেতা হওয়া যাবে না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের জন্য নতুন নেতৃত্বকে প্রস্তুতি নেয়ার আহবান জানান তারা।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি