ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে স্বামী পরিত্যক্তা নারীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৭, ৭ ডিসেম্বর ২০১৯

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার গোগর বাসনাহার গুচ্ছগ্রামে শনিবার সকালে ছবি আকতার (১৮) নামে স্বামী পরিত্যক্তা এক অসুস্থ গৃহবধূ গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
 

জানা যায়, ওই গ্রামের হাসান আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা ও মৃগী রোগী ছবি আকতার শনিবার সকালে শাক-সবজী তুলতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পার্শ্ববর্তী একটি আম গাছের ডালে রশি দিয়ে ফাঁস লাগিয়ে ছটফট করতে থাকে। খবর পেয়ে পরিবার ও আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি