ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ৮ ডিসেম্বর ২০১৯

সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রী সোনা বিবিকে (৩৫) কুপিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী মান্নান গাজী (৫০)। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত গভীররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গাজী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সোনা বিবি শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী একই উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গাজী পাড়ার মৃত সোহরাব গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে ধারালো কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। এতে তার স্ত্রীর মাথা, ঘাড়, গলা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

এরপর নিহতের স্বামী মান্নান গাজী বাড়ির পাশের একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। নিহত দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম জানান, ‘স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নিহত স্ত্রী সোনা বিবি ও স্বামী মান্নান গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।’

নিহত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি