ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৩, ৮ ডিসেম্বর ২০১৯

মোবাইল চোর সন্দেহে গাজীপুরের টঙ্গীতে স্থানীয় জনতার গণপিটুনিতে কালা সেলিম নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে টঙ্গীর চাংকিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় চাংকিরটেক এলাকার করিমের বাড়িতে জানালা দিয়ে কৌশলে মোবাইল চুরির সময় বাসার লোকজন টের পেয়ে চোর চোর বলে চিৎকার দিলে আশেপাশের লোকজন রাস্তায় নেমে কালা সেলিমকে হাতেনাতে ধরে ফেলে। এসময় ক্ষোভে এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে সকাল ৭টার দিকে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। 

নিহত কালা সেলিম টঙ্গী এরশাদ নগর ৫নং ব্লকের দিনমুজুর আবুল কাসেমের ছেলে বলে জানা গেছে। তবে, এ ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিশ। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি