ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জে সার্চ মানবাধিকার সোসাইটির প্রস্তুতি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ৮ ডিসেম্বর ২০১৯

আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সফল করার লক্ষ্যে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল তিনটায় পৌর বিপনীস্থ সার্চ এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সার্চ মানবাধিকার সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি ও তরুন সমাজসেবক সেলিম আহমদ। সাধারন সম্পাদক একে মিলন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন  সহ-সভাপতি এড. আকিক, জহুরা রহমান প্রভা, এড. আব্দুল গাফ্ফার, এড. শফিউল আলম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিপলু রঞ্জন দাস, সহ সাধারন সম্পাদক  তৈয়বুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসাইন, সাংগঠনিক রেজাউল, জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক চাদনী আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, মানবাধিকার কর্মী আবুল মনসুর জসসেদ, এম নোমান হাসান খান প্রমুখ। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি