ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় আন্ত:সীমান্ত মানব পাচার প্রতিরোধে সভা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ 

প্রকাশিত : ২১:৩৩, ৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কলরোয়ার কেঁড়াগাছিতে আন্ত:সীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কেঁড়াগাছি হাইস্কুল মাঠে সাতক্ষীরা ৩৩বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে ও জাস্টিস এন্ড কেয়ার’র সহযোগিতায় ওই সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক মাস্টার আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই ছিদ্দিকী, জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মহিদুল হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কাকডাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার জহির উদ্দীন বাবর, ক্যাম্প কমান্ডার জাকির হোসেন, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, ইউপি সদস্য মহিদুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাস্টিস এন্ড কেয়ারের কো-অর্ডিনেটর শাওলী সুলতানা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি