ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে আনসারুল্লাহ’র ৪ সদস্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২৩:৪২, ৮ ডিসেম্বর ২০১৯

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে অ্যান্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার সুধারাম থানার দুর্গানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল্লাহ কবির, সোহেল, আরিফুর রহমান হৃদয় ও আনোয়ার হোসেন।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু বই ও প্রচারণা সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং তাদের নিয়ে আরও অভিযান চলছে বলে জানান মাহিদুজ্জামান।

মাহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একাধিক বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করে অনলাইনের মাধ্যমে সদস্য সংগ্রহ এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি