বাগেরহাটে জেলা আ. লীগের সম্মেলন উদ্বোধন
প্রকাশিত : ১৩:৪০, ৯ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৪২, ৯ ডিসেম্বর ২০১৯
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে সম্মেলনের ডেলিগেট, কাউন্সিলর ও সংগঠনের নেতা কর্মীরা আসতে থাকে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিড়ে খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠ কানায় কানায় ভরে ওঠে। দুপুর ১২টার পর পরই অতিথিরা সম্মেলনে আসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্পন এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মির্জা আজম, এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ শেখ কামরুজ্জামান টুকু প্রমুখ।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
একে//
আরও পড়ুন