ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় অভিবাসন বিষয়ক মতবিনিময় সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৬, ৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় নিরাপদ, নিয়মিত ও মানসম্মত অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াশীমুল বারীর সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ও ভাইস চেয়ারম্যান রুহানী মাসুম উপস্থিত ছিলেন।

সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টশন করেন টিটিসির অধ্যক্ষ মিজানুর রহমান। এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, ‘সরকারিভাবে বিদেশে গেলে কেউ প্রতারিত হবে না। এটা সমাজের সর্বস্তরের মানুষকে জানাতে হবে। বিদেশে যাওয়ার আগে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।’

এআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি