ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ৯ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৯:২৯, ৯ ডিসেম্বর ২০১৯

সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও সন্দ্বীপ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলার মূল সড়কে সর্বস্তরের জনতার অংশগ্রহণে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধী চাকমা। 

এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম,  দুর্নীতি দমন কমিশন সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাহ-আকবর হেলাল প্রমুখ। 

সভায় বক্তারা বলেন,দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। এদেশে দিবসটি সরকারিভাবে পালন হতো না। ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিশন সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করে।  দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের  দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে।

তারা  বলেন, দুর্নীতিবিরোধী কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে হবে। সকল কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে মানুষের সচেতনতা বাড়ানো দরকার। এজন্য সরকার দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। 

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত দুদকে ২২ হাজার ২৩৬টি অভিযোগ এসেছে। এর মধ্যে তিন হাজার অভিযোগ যাচাই-বাচাইয়ের মাধ্যমে অনুসন্ধানে নেওয়া হয়েছে। আমরা আহ্বান করবো, দুর্নীতির তথ্য দেন, লোকের নাম না দিলেও কোনো সমস্যা নেই। অভিযোগের  মধ্যে সত্যতা থাকলেই হয়।”

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি