ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রূপায়ণ টাউনে শ্রীলঙ্কান নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০১, ৯ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২০:০৪, ৯ ডিসেম্বর ২০১৯

নিহত শ্রীলঙ্কান নারী রেবেকা

নিহত শ্রীলঙ্কান নারী রেবেকা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড়ে রূপায়ণ টাউন থেকে রেবেকা নিরমানী চাপা নামের এক শ্রীলংকার নাগরিক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে রূপায়ন টাউনের ১১ নম্বর ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রেবেকা অধিকারিনী কুনচুঙ্গা নামক একটি বায়িং হাউজের মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এটাকে আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা করেন তিনি। 
পুলিশ সুপার আরও বলেন, এটা প্রেম ঘটিত কারণেও হতে পারে। তার মোবাইলে অসংখ্য মেসেজ পাওয়া গেছে।

এদিকে ঘটনার সংবাদে তথ্য সংগ্রহ করতে গেলে রূপায়ন টাউনের ১১ নম্বর বিল্ডিংয়ের ম্যানেজার সাংবাদিকদেরকে ভেতরে প্রবেশ করতে বাধা দেন। তবে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি