ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাথরবাহী ভারতীয় ট্রেন থেকে ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৫, ১০ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ভারত থেকে আমদানি করা পাথর বহনকারী ওয়াগান ট্রেনে অভিনব কায়দায় রাখা ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী বাংলাদেশগামী পাথরবহনকারী ভারতীয় ট্রেনে ফেনসিডিল নিয়ে আসছে এমন খবরের ভিত্তিতে সোমবার রাতে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

এ অভিযানে বেনাপোল রেলওয়ে স্টেশনে ভারতীয় ওই ট্রেনের একটি বগি (বগি নং-৩০০৫৯৮/৬০০৫৮ ) তল্লাশি করে পাথরের নীচে রাখা প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। 

পরে সেগুলো খুলে তার মধ্যে থাকা ২৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। 

এ সময় রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও কাস্টমস কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির ওই কর্মকর্তা। 

এআই/

    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি