ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৬, ১০ ডিসেম্বর ২০১৯

রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় ঝুট গোডাউনের আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি। 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার ভাদাইলের সাধু মার্কেট এলাকার ময়েজ মোল্লা ওরফে কুসুমের মালিকানাধীন গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আশুলিয়ার ভাদাইল এলাকায় ময়েজ মোল্লা ওরফে কুসুমের মালিকানাধীন ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগুন নেভাতে কাজ করতে থাকে একটি ইউনিট। ঝুটের গোডাউনে সিনথেটিক জাতীয় কাপড় ও দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা অধিক হওয়ায় আরো তিনটি ইউনিট ও সাভার ফায়ার সার্ভিস থেকে একটিসহ মোট ৫টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে যায়। তবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি