ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে স্কুলের কক্ষ থেকে ১৪ জামায়াত নেতা আটক

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩১, ১০ ডিসেম্বর ২০১৯

রাজশাহীতে গোপন বৈঠকের সময় ১৪ জামায়াতে ইসলামির নেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সাড়ে ৩টার দিকে নগরের বড়কুটি মসজিদ মিশন স্কুল এন্ড কলেজের একটি কক্ষ থেকে তাদের আটক করে বলে পুলিশ জানিয়েছেন। 

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি সিরাজুম মনির বলেন, মসজিদ মিশন স্কুল এন্ড কলেজের একটি কক্ষে জড়ো হয়ে জামায়াত নেতারা সরকার বিরোধী গোপন বৈঠক করছিল। 

এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

কেআই/এসি
 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি