ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১১ ডিসেম্বর ২০১৯

গাজীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ফের  ঢাকা-জয়দবেপুর সড়ক অবরোধ করেছে দুটি গার্মেন্টসের কর্মীরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কারখানার সামনের সড়কটি অবরোধ করে রাখে ওই শ্রমিকরা। এতে চান্দনা চৌরাস্তা থেকে জয়দবেপুরের শীববাড়ি মোড় র্পযন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের  উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও শ্রমিকরা জানায়, একই মালকিানাধীন স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওর্য়ানস বাংলাদেশ লিমিটেড কারখানা দুটির শ্রমিকদের গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে । মালিকপক্ষ বার বার তারিখ দিয়েও বেতন পরিশোধ করতে পারেনি।  তাই বেতনের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে গার্মেন্টস শ্রমিকরা।

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। সদর থানার ওসি আলমগীর হোসনে জানান, শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি