ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজশাহী পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ১১ ডিসেম্বর ২০১৯

বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে। 

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে নগরীর কাটাখালিতে অবস্থিত রাজশাহী জুটমিলের প্রধান ফটকে কর্মসূচি শুরু হয়। এরপর আজ বুধবার সকাল থেকে তারা পুনরায় ১১ দফা দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগান দেন। 

রাজশাহী জুট মিলসের সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি এ চলবে।

তিনি বলেন, দাবি আদায়ের লক্ষ্যে গত ২৩ নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মত কর্মসূচিও পালন করে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। তবে দাবি আদায় না হওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছে তারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি