ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ১১ ডিসেম্বর ২০১৯

'পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি' এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে উদ্বোধন করা হলো পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।

আজ সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও সূর্যের হাসি নেটওয়ার্কের সহযোগিতায় রাজবাড়ী পৌর শিশু হাসপাতালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডিডি-উপপরিচালক গোলাম মোহাম্মদ আজম, উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা মোহাম্মদ মাহমুদ হাসান খান, ইন্সপেক্টর পরিবার পরিকল্পনা মোস্তাফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার শামসুল আলম এবং ডা. সিফাত-ই-ইসলামসহ প্রমূখ।

উদ্বোধন শেষে বক্তারা বাল্য বিবাহ ও কৈশোরকালীন মাতৃত্বরোধে সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি