ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট কালোবাজারির ৬ মাসের জেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ১২ ডিসেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ২৩টি আসনের ১২টি টিকেটসহ আটক কালোবাজারি মো. রুবেল মিয়াকে (২৬) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার রাতে ১২টি টিকেটসহ ওই কালোবাজারিকে আটক করে র‌্যাব। আটক রুবেল জেলা শহরের উত্তর মৌড়াইলের নুরুল ইসলামের ছেলে।

পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ বি এম মশিউজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ওই দিন ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এআই/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি