ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ১২ ডিসেম্বর ২০১৯

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে’ এ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া, অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রেখেছেন। কিন্তু এ সুবিধা ব্যবহার করে কেউ কেউ গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে সকল সচেতন হতে হবে।’

এআই/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি