ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নরসিংদীর জুটমিল শ্রমিকদের আমরণ অনশন চলছে

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৪, ১২ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৩:২১, ১২ ডিসেম্বর ২০১৯

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনের মত আমরণ অনশন করছে নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা।

এর আগে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে অনশন কর্মসূচী শুরু করেন পাটকল শ্রমিকরা।

রাতভর শীত উপেক্ষা করে কাঁথা বালিশসহ অনশনস্থলে অবস্থান করছেন শত শত শ্রমিক। গত তিনদিনে অনশনরত ১২জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
এদিকে আমরণ অনশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে জুটমিলে। উৎপাদন বন্ধ হওয়াসহ প্রবেশ করতে পারছে না পাটবাহী কোনো ট্রাক।

শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা।

মজুরী কমিশন বাস্তবায়ন, ১১ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ, পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবি। যা সরকার মানছেন না। এজন্য বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচী পালন করছে শ্রমিকরা।

দাবি আদায়ের জন্য আমরণ অনশন ধর্মঘটে মিলের সকল শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। মঙ্গলবার বিজেএমসিতে আলোচনায় সমাধান না হওয়ায় সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন শ্রমিক নেতারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচী অব্যহত থাকবে বলেও জানান তারা।

এআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি