ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম-কক্সবাজার রেলের অগ্রগতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ১২ ডিসেম্বর ২০১৯

পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত বিস্তৃত হচ্ছে রেল যোগাযোগ। ১২৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মানে ব্যয় হবে সাড়ে ১৮ হাজার কোটি টাকা। ২০২২ সালের জুনের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৩০শতাংশ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিপ্লব 
চারিদিকে সবুজের সমারোহ। কখনো গ্রাম, কখনো পাহাড়, এই দুইয়ের মাঝে টেনে বসে দেখা যাবে অখন্ড প্রকৃতি। এই ট্র্যাকে চলবে সজ্জিত ট্রেন, স্টেশনগুলোতে থাকবে পর্যটক-বান্ধব  সুযোগ-সুবিধা। টেন চলবে কক্সবাজার হয়ে টেকনাফের ঘুনধম পর্যন্ত। এই পকেল্পে ব্যায় হবে প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা। ইতিমধ্যে রেল পথ নির্মাণের জন্য বিভিন্ন স্থানে মাটি ভরাট এবং ব্রিজ-কার্লভাট নির্মাণ শুরু হয়েছে।
১২৮ কিলোমিটার দীর্ঘ এই রেল রুটের ৯টি স্টেশন থাকবে  সাতকানিয়া, লোহাগাড়া, ডুলাহাজারা, চকরিয়া, ঈদগাও, রামু, কক্সবাজার, উখিয়া এবং ঘুনধুমে।
নক্সা তৈরি হয়েছে জীব বৈচিত্র এবং প্রকৃতি সুরক্ষার দিকে নজর রেখে। থাকছে বন্য হাতি চলাচলের জন্য  ব্যবস্থা।
ইতিমধ্যে প্রকল্পের ৩০ শতাংশ কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন এই রেললাইন স্থাপনের ফলে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। আর কিাশ ঘটবে কক্সবাজার অঞ্চলে পর্যটন শিল্পের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি