ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীগামী ট্রেনের অল্পের জন্য রক্ষা!

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৬, ১২ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে রাজশাহীগামী একটি ট্রেন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে রেললাইন ভাঙা দেখে স্থানীয় গেটম্যান লাল কাপড় টাঙ্গিয়ে ট্রেনটি থামিয়ে দেয়। পরে লাইন মেরামত করে আধা ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়।

রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে রেললাইন ভেঙে যায়। এক ব্যক্তি সেটি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় গেটম্যান রাজু আহম্মেদকে জানায়। গেটম্যান দ্রুত সেটি দেখতে যান।

এ সময় পাবনা এক্সপ্রেস রাজশাহীর দিকে আসছিল। গেটম্যান দ্রুত একটি লাল কাপড় টাঙ্গিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এরপর সেটি মেরামত করা হয়। পরে আধা ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

আব্দুল করিম আরও বলেন, কোন ট্রেন যাওয়ার সময় লাইনটি ভেঙেছে তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে সর্বশেষ সকাল ৯টার দিকে রহনপুরগামী শাটল ট্রেন সেখান দিয়ে অতিক্রমের সময় সেটি ভেঙে গিয়ে থাকতে পারে। 

এর আগে ওই লাইনের উপর দিয়ে ঢাকাগামী বনলতা ও সিল্কসিটি, রাজবাড়ীগামী মধুমতি এবং খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস চলে গেছে।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি