ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫১, ১২ ডিসেম্বর ২০১৯

জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। দিবসটি ঘিরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নগরীর সার্কিট হাউজের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সভা কক্ষে ডিজিটাল বাংলাদেশের সুফল ও  এর অপপ্রচারের কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি