ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুমিল্লায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ১২ ডিসেম্বর ২০১৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস।  এবারের প্রতিপাদ্য ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। 

সভায় আলোচক ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিজয় কৃষ্ণ রায় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ। 

পরে আইসিটি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

এআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি