ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে ১০ ভারতীয় সদস্যের সাইকেল র‌্যালি

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:২৭, ১২ ডিসেম্বর ২০১৯

দুষণমুক্ত বিশ্ব নির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে ভারতের কোলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে সাইকেল র‌্যালি ও বৃক্ষরোপনের জন্য ভারতীয় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

বৃহস্পতিবার সকালে এ প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে প্রবেশ করলে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায়।

এসময় ভারতীয় প্রতিনিধি দলের দলনেতা মহারানী কাশীশ্বরী কলেজ কোলকাতার ক্রীড়া শিক্ষক সুবি মহল দেব জানান, তারা ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার তারা যশোর মহিলা কলেজ চত্বরে সবুজায়নের জন্য বৃক্ষ রোপন করবেন। এরপর রাতে মাগুরা মহিলা কলেজে থাকবেন। সেখান থেকে পরের দিন শুক্রবার রাজবাড়িতে সবুজায়ন কর্মসুচীতে অংশ নিবেন।

এরপর ঢাকার উদ্দেশ্য সাইকেল যোগে রওনা হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপনের পর সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ওপর বিশেষ আলোচনায় অংশ নিবে। এরপর তারা আগামি ১৭ ডিসেম্বর ঢাকা থেকে স্থলপথে সাইকেল যোগে কোলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে ফিরে যাবেন।  

সবি মহল দেব আরো বলেন, তাদের সার্বিক সহযোগিতা করেছেন ”ফিরে আসুক সবুজ” কোলকাতার ব্যারাকপুরের একটি বেসরকারী সংস্থা। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি