ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি :

প্রকাশিত : ১৮:০৪, ১২ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৮:১৭, ১২ ডিসেম্বর ২০১৯

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২০ হাজার মার্কিন ডলার ও দুটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল ফোন উদ্ধার করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দার সদস্যরা। 

বৃহস্পতিবার দুপুরে লাইলী রহমান লাকি (২৮) নামের এক নারী পাসপোর্টযাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ডলার ও মোবাইল সেট উদ্ধার করা হয়। লাকি মাদারীপুর জেলার শিবচর থানার চররামারী কান্দি গ্রামের রহমান শরীফের মেয়ে। তার পাসপোর্ট নং (ইই ০২৭৫১৭০)। 

বেনাপোল শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ভারত থেকে বাংলাদেশে আসার পর ওই নারী কাস্টমস স্ক্যানিং শেষে বের হলে তাকে সন্দেহবশত তল্লাশি করা হয়। এসময় তার ল্যাগেজ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি মোবাইল ফোন উদ্ধার হয়। উদ্ধারকৃত ডলার ও মোবাইল ফোন বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে বলে তিনি জানান। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি