ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে বাস চাপায় ২ বাইক আরোহী নিহত

রাজশাহী অফিস

প্রকাশিত : ১৯:১৯, ১২ ডিসেম্বর ২০১৯

রাজশাহীর কাটাখালীতে বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কের বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে পাপলু (৩২) ও মো. কালুর ছেলে আব্দুল হাদি (৩০)।

রাজশাহী মহানগর পুলিশের কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান জানান,  মোটরসাইকেলে রাজশাহী থেকে নাটোরর দিকে যাচ্ছিল দুই যুবক। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে একটি বাস মোটর সাইকেলকে ওভারটেক করার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাপলু (৩২) মারা যান। পরে হাদিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের কর্ব্যতরত চিকিৎসক সালেহ মাহমুদ রাজি জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার পর হাদি মারা যান। আর পাপলু মারা যান হাসপালে নেয়ার আগেই।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি