ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাফলং অভিমুখে মাদক ও সন্ত্রাস বিরোধী সাইকেল যাত্রা

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৮, ১৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈর থেকে সিলেটের জাফলং অভিমুখে মাদক ও সন্ত্রাস বিরোধী সাইকেল যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে কালিয়াকৈরের খারাজোরা এলাকা থেকে প্রায় অর্ধশত যুবক সাইকেল নিয়ে জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 

এসময় কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান এ সাইকেল যাত্রার উদ্বোধন করেন। 

বাংলাদেশ বাইসাইকেল ট্যুরের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এ ট্যুরে তারা বিভিন্ন স্থানে স্কুল-কলেজসহ সাধারণ মানুষকে মাদকের কুফল সম্পর্কে অবহিত করবেন। মাদক থেকে যুব সমাজকে সচেতন হতে  উদ্বুদ্ধ করবেন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি