‘কবিতা মানুষকে সচেতন ও প্রতিবাদে জাগ্রত রাখে’
প্রকাশিত : ১৭:০৭, ১৩ ডিসেম্বর ২০১৯
‘মাদকের বিরুদ্ধে কবিতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরায় পঞ্চদশ কবিতা উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
কবিতা পরিষদের আয়োজনে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এ উৎসব অনুষ্ঠিত হয়।
কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কবিতা মানুষকে প্রেরণা যোগায় বলে কবিতায় মানুষ আকৃষ্ট হচ্ছে। কবিতা মানুষকে সচেতন ও প্রতিবাদে জাগ্রত করতে শক্তিশালী ভূমিকা রাখে।’
তিনি বলেন, ‘লেখক ও সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানান। লেখক ও সাহিত্যিকদের প্রতিবাদের ভাষাই হল লেখা। আর গুণীজনদের সম্মান দেওয়া একটি মহৎ কাজ।’
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, উপ-ভাষা গবেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, ভারতের কবি স্বরুপ মন্ডল প্রমুখ।
এবারের এ কবিতা উৎসবে কবিতা পরিষদ পুরস্কার পেয়েছেন, সাংবাদিকতায়-এ্যাড. এ কে এম শহীদউল্লাহ এবং কবিতায়- কবি গোলাম কিবরিয়া পিনু, কবি সৌহার্দ সিরাজ ও কবি উৎপল বাগ।
কবিতা পরিষদের পঞ্চদশ উৎসবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি এ সময় কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত হয়।
এআই/এসি
আরও পড়ুন