ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১৮, ১৩ ডিসেম্বর ২০১৯

গাজীপুরে খিলপাড়া এলাকায় আসমা খাতুন নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যা করে লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা। পুলিশ খিলপাড়া এলাকার একটি শীম গাছের মাচার নিচ থেকে লাশটি উদ্ধার করেছে। আসমা খাতুনের বাড়ি ঘটনাস্থলের পার্শ্ববর্তী ভাওয়াল গাজীপুর গ্রামে। 

নিহতের স্বজনরা জানায়, আসমা খাতুন গাজীপুরে  সালনা এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কারখানার কাজ শেষে প্রতিদিন খিলগাঁও মাদ্রাসা এলাকায় স্বজনদের জন্য অপেক্ষা করতেন। পরের স্বজনদের সাথে বাড়িতে যেতেন।

বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে স্বজনরা খিলগাঁও মাদ্রাসা এলাকায় গিয়ে তাকে পাননি। স্বজনরা আসমাকে  খোঁজাখুঁজি শুরু করে। পরে  দুপুরে  খিলপাড়া এলাকায়  লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে স্বজনরা আসমার লাশ শনাক্ত করেন। পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি