ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপে সনাতনী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ১৩ ডিসেম্বর ২০১৯

সন্দ্বীপ সনাতনী শিক্ষার্থী কল্যান পরিষদের উদ্যোগে সনাতনী মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ শুরু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) এই প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সন্দ্বীপ এনাম নাহারস্থ গাইডলাইন কোচিং সেন্টারে আয়োজিত এই পরীক্ষায় সপ্তম শ্রেণির ৬৪ জন নবম শ্রেনীর ৫৭ জন পরিক্ষার্থীসহ মোট ১২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রভাষক অমিত রায় বলেন, সনাতনী সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও সনাতনী সম্প্রদায়ের কৃষ্টি-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলাই এই বৃত্তির মূল উদ্দেশ্য এজন্য ৫০ নম্বর ধর্মীয় প্রশ্ন ও গণিত,বাংলা, ইংরেজী ও সাধারণ জ্ঞানে ৫০ মার্ক নির্ধারণ করা হয়েছে।

উক্ত পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার বিষ্ণুপদ রায় ও পরীক্ষা সচিব হিসেবে পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার রনজিত শীল।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি