ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজশাহী পাটকল শ্রমিকদের অনশন স্থগিত

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৬, ১৪ ডিসেম্বর ২০১৯

বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাজশাহী পাটকল শ্রমিকদের চলা আমরণ অনশন আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে শ্রমিকরা অনশন স্থগিতের ঘোষণা দিয়ে বাড়ি ফিরে যান। 

রাজশাহী জুট মিলস সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান পাটকল শ্রমিক লীগ নেতৃবৃন্দ ও সকল মিলের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে আগামী রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বিজেএমসিতে জরুরি সভা ডেকেছেন। এ জন্য আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আমরণ অনশন স্থগিত করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘ওই সভায় দাবি মানা হলে আমাদের আন্দোলন প্রত্যাহার করা হবে। আর যদি তা নয়, তবে আন্দোলন অব্যাহত থাকবে’ 

জুট মিলস সিবিএ সংগ্রাম পরিষদের এ নেতা বলেন, ‘সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে তারা গত মঙ্গলবার দুপুর থেকে রাজশাহী জুটমিলের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা। অনশন চলাকালে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। যাদের মধ্যে সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘দাবি আদায়ের লক্ষ্যে গত ২৩ শে নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিল, ধর্মঘট ও আমরণ অনশনের মত কর্মসূচি পালন করে আসছে দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। এর মধ্যে রাজশাহীতে একটি, খুলনায় নয়টি, নরসিংদীতে একটি ও চট্টগামে একটি জুট মিলে এ আন্দোলন চলে আসছিল।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি