ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে সাংবাদিকের বাবার উপর হামলা

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৪, ১৪ ডিসেম্বর ২০১৯

আহত আবু তাহের

আহত আবু তাহের

Ekushey Television Ltd.

টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের জয়পুরহাট জেলা প্রতিনিধি শামীম কাদিরের বাবা আবু তাহের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।

শনিবার দুপুরে পৌর শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। আহত আবু তাহের জয়পুরহাট জেলা ট্রাক ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা।

আহত আবু তাহের জানান, তিনি ট্রাক টার্মিনাল এলাকায় ভাড়া নেয়া গাড়িগুলোর টাকা পরিশোধ করতে গেলে জয়পুরহাট শ্রমিক ইউনিয়নের নেতা আনিছুর রহমান ও মিজানুর রহমান মোশারফসহ কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে। 

এসময় তার কাছে থাকা পরিবহন ব্যবসার প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

আবু তাহের বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হামলা করা হতে পারে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কেআই/এনএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি