ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ১৫ ডিসেম্বর ২০১৯

রাজশাহীর মোহনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুরের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কেশরহাট এলাকার মৃত বরকত আলীর ছেলে খয়ের আলী (৫০) ও নওদাপাড়া এলাকার নাজমুল হোসেনের ছেলে চালক সিফাত (২২)। সিফাত রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, ‘সকালে রাজশাহী থেকে সিফাত মোটরসাইকেল নিয়ে মোহনপুরের দিকে যাচ্ছিল। পথে তেঁতুলতলায় যমুনা জুট মিলের সামনে পথচারী খয়ের আলীকে ধাক্কা দিয়ে নিজেও সড়কের ওপর ছিটকে পড়েন।

পরে গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এআই/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি