ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মডেল ক্লিনিক গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীতে কর্মশালা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ১৫ ডিসেম্বর ২০১৯

নোয়াখালীতে কমিউনিটির অংশগ্রহণে মডেল ক্লিনিক গড়ে তোলার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুরব্যাপী জেলা শহর মাইজদীর একটি কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক (ঢাকা) ডা. আমিনুল হাসান, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মোমিনুর রহমানসহ অনেকে।
 
বক্তারা বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নিতে মডেল ক্লিনিক গড়ে তোলার বিকল্প নেই। কমিউনিটির অংশগ্রহণ জরুরি। স্থানীয়দের অংশগ্রহণ ছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বৃদ্ধি বা শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব নয়। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসা প্রশাসনের সঙ্গে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’

কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি