ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় রোকেয়া দিবসের র‌্যালি ও সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ১৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় রোববার (১৫ ডিসেম্বর) দিবসটি পালিত হয়।

দিবসটি পালনে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী। পরে পৌরসভা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র রেজাউল করিম, মহিলা কাউন্সিলর সুলতান আরা রত্না প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘নারীরা এখন আর পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরার দেশের উন্নয়নে কাজ করছে। নারীদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’

এআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি